তুমি আমি জীবন
শুদ্ধ করাে আমার জীবন
কাজী নজরুল ইসলাম
তুমি শুদ্ধ করাে আমার জীবন,আমি প্রতিটি ভােরের মতাে
আবার নতুন হয়ে উঠি,
হই সূর্যোদয়।
আমার জীবন তুমি পরিশুদ্ধ করাে,আমি প্রস্ফুটিত হই
আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল অকারে, আমি বহুদিন |
বিষণ বিধুর; একবার আমার মাথায় হাত রাখাে,সুপ্রসন্ন হও এই দগ্ধ বুকে করাে শ্রাবণের অঝাের বর্ষণ।
আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি।
তুমি শুদ্ধ করাে আমার জীবন, আমি হই সূর্যোদয়,
| আমি হই উদিত আকাশ।
আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান- শেখা বই,
হয়ে উঠি ভােরবেলার পাখিদের গান;
আমার জীবন তুমি শুদ্ধ করাে,আমি হই নতুন সবুজ।
কোনাে দ্বীপ, আমি হই বাল্যকাল,
আমি হই বরষার নব জলধারা আমি বহুদিন ব্যথিত বিষাদ,
আমি বহুদিন একা। | ঝাউবন।
তুমি শুদ্ধ করাে আমার জীবন,
আমি হয়ে উঠি সদ্যফোটা ফুল
আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ। ;-)
Summary

Article Name
তুমি আমি জীবন
Description
তুমি আমি জীবন আমার হাটতে দিয়া লেখা এই ছোট্ট কবিতা আসা করি বন্দুরা তোমারদের এই কবিতা খুব ভালো লেগে চে হবে আমার এই পোস্ট তাকে শেয়ার করো আর একটা সুন্দর করে কমেন্ট করে দিলে আমার খুব হয় ভালো লাগবে ধোন্ন ব্যাড।
Author
jack sparrow
Good article